মানব উন্নয়নের সাথে মানবিক উন্নয়ন না হলে মানবাধিকার প্রতিষ্ঠা অসম্ভব

আলোচনা সভায় বক্তারা

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:৩১ পূর্বাহ্ণ

গত ২৫ মে আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম একাডেমি হলে বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েটের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, শিক্ষাসামগ্রী বিতরণ, এতিম শিশুদের খাবার বিতরণ, চিকিৎসা সেবায় অনুদান প্রদান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন ডা. মুজিবুল হক চৌধুরী। ডা. অপূর্ব ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন আইনজীবী এড. ধৃতিমান আইচ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ড. মাসুম চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার এসোসিয়েটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন রাজনীতিবিদ জসিম উদ্দিন চৌধুরী, দীপক কুমার পালিত, আইনজীবী অজিত কুমার দাশ, ডা. বেলাল হোসেন উদয়ন, মানবাধিকার ক্ষেত্রে সম্মাননা প্রাপ্ত একেউএম মোসলেম উদ্দিন, প্রমুখ। এতে আরো উপস্থিত ছিলেন ডা. এস কে পাল সুজন, রোজি চৌধুরী, সমীরন পাল, দিলীপ সেনগুপ্ত প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এড. প্রদীপ কুমার দাশকে সভাপতি, ডা. মুজিবুল হক চৌধুরীকে সিনিয়র সহসভাপতি, ডা. বেলাল হোসেন উদয়নকে সহসভাপতি, ডা. অপূর্ব ধরকে সাধারণ সম্পাদক, .কেউ.এম মোসলেম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, ডা. এস কে পাল সুজনকে অর্থ সম্পাদক করে বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েট চট্টগ্রাম মহানগর শাখার ৩১ সদস্য বিশিষ্ট আগামী ২০২৪২০২৬ এর জন্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, মানব উন্নয়নের সূচকে আমরা অনেক এগিয়েছি কিন্তু মানবিক উন্নয়নে পিছিয়ে যাচ্ছি। মানবিক উন্নয়ন না হলে মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানবিক উন্নয়নের জন্য মানবিক মানুষ প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসাংবাদিক পরিচয়ে অনেকেই সরকারি অফিসে বসে থাকে : কাদের