রবি দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

আগামী প্রজন্মের পথ প্রদর্শক হবে বিতার্কিকরা : নাছির

| শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে ৩০টি স্কুলের সহস্রাধিক বিতার্কিক, শিক্ষার্থী ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যাক্তিত্বের কোলাহলে গতকাল শুক্রবার উদ্বোধন করা হয় রবি-দৃষ্টি বিতর্ক চ্যাম্পিয়নশীপের। চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন উদ্বোধন স্মারক পাঠ করার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরই চট্টগ্রামের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ডকুমেন্টারী প্রদর্শনী ও ভিন্ন ধারার সাংস্কৃতিক আয়োজন, আঞ্চলিক গানের সাথে অপূর্ব নৃত্য ও অসাধারণ গানে বিমোহিত হয় আগত দর্শক ও শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন প্রাক্তন বিতার্কিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আবদুন নূর তুষার, বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক ইলন শফির, রবি আজিয়াটা লিমিটেডের ভারপ্রাপ্ত কালাস্টার পরিচালক আশরাফুল কবির রিয়াদ। দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের স্বাগত বক্তব্যর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্বে করেন দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরী। বক্তব্য দেন, প্রাক্তন সভাপতি কসশাফুল হক শেহজাদ, সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, মুজিবুর রহমান মনি ও সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুন্না, যুগ্ম সম্পাদক কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান ও সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার। উদ্বোধনের পরপরেই দৃষ্টির প্রাক্তন সাধারণ সম্পাদক চবি জেনিটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নানকে অভিনন্দন জানিয়ে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিতার্কিক ডা. আবদুন নুর তুষার। উদ্বোধক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী প্রজন্মের পথ প্রদর্শক হবে আজকের বিতার্কিকরাই, এরা সবাই যুক্তিবাদী এবং যুক্তির তীক্ষ্মতাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই যে সৃজনশীলতার চর্চা ও যুক্তিবোধের আন্দোলন এসবের মাধ্যমে আমরা আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ করে চলেছি। ডা. আবদুন নুর তুষার বলেন, মানুষ তো অবিরাম ছুটে চলছে, আমরা এগিয়ে যাই অগ্রযাত্রার পথ ধরে, আমাদের পথপার হয়ে তোমাদের এগিয়ে যেতে হবে আরো দূর, আলোর পথ ধরে তোমারা খুঁজে চলবে আমাদের সোনার বাংলা। রবির আশরাফুল কবির রিয়াদ বলেন, যে গান গাইতে জানে সে খারাপ মানুষ হতে পারে না। আমি বিশ্বাস করি এই স্বপ্নবাজ তরুণেরা নিজেদের প্রতিভায় বিকশিত হওয়ার মাধ্যমে এ দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে। মাসুদ বকুল বলেন, এই প্রজন্মের শিক্ষার্থী অনেক বেশি মেধাবী, দক্ষ, যুক্তি নির্ভর। সাইফ চৌধুরী বলেন, দৃষ্টি ৩০ বছর ধরে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নের ফেরিওয়ালার মতো সবার কাছে সৃজনশীলতা ও মুক্ত বুদ্ধির চর্চার বাণী পৌঁছে দিচ্ছে। রবি দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার এবারে স্কুল বিতর্কের ২৮তম এই আয়োজনে চট্টগ্রামের ৩০টি স্কুল, ১৭তম বিশ্ববিদ্যালয় বিতর্কে সারা দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। দেশের বৃহত্তম এই বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হবে আগামী ১২ নভেম্বর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে মুনিরীয়া যুব তবলীগের ১৯তম এশায়াত মাহফিল
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জাতীয় সংবিধান দিবস উদযাপন