হাটহাজারীতে জাতীয় সংবিধান দিবস উদযাপন

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৫৯ পূর্বাহ্ণ

হাটহাজারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, উপজেলা সহকারী কমিশন (ভূমি)আবু রায়হান, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল আলম, প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, ফতেহপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদা আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা, আহমদ হোসেন মাস্টার প্রমুখ। সভা পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধরবি দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন
পরবর্তী নিবন্ধসিভাসুর কর্মশালায় সহকারী হাইকমিশনার ভারত-বাংলাদেশ ভেরি স্পেশাল পার্টনার