রঙিন পাখি

আবুল কালাম বেলাল | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

আস্তে করে কাস্তে বাঁকা
চাঁদ উঠে যেই মেঘের বাঁকে
খুশির পাখি ছড়ায় আলো
গাছের চিকন পাতার ফাঁকে।

সেই না আলো রঙ ছড়ালো
ছোট্ট খোকা খুকির প্রাণে
আমিও তখন গঙা ফড়িং
নতুন জামার রঙিন ঘ্রাণে।

খুব সকালে হলদে পাখি
বাইরে ঘরে উঠল ডেকে
মা-বাপি তো অবাক তাকায়
আনন্দ রঙ প্রাণে মেখে।

হলদে সোনা কোথায় যাবে
ঈদগাহে না ইষ্টি বাড়ি?
মিষ্টি পায়েস ফিরনি খাবে
ফিরবে না আজ তাড়াতাড়ি!

ঈদ সেলামি কুড়াতে যেই
কদমে হাত রাখবে নুয়ে
মুরব্বীদের মনেও তখন
মায়াবী রঙ যাবে ছুঁয়ে।

খুশির আলোয় রাঙা হবে
মাতবে সবাই আনন্দনে
রঙিন পাখি একটু আলো
দিস টোকাইয়ের অন্ধ-মনে।

পূর্ববর্তী নিবন্ধউঠল ঈদের চাঁদ
পরবর্তী নিবন্ধঈদ এসে গেছে