ঈদ এসে গেছে

জসীম মেহবুব | বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

দেখ দেখ ওই দূরের আকাশে
এক ফালি চাঁদ হাসছে,
চাঁদটার পাশে একটি তারকা
আহা কী রকম ভাসছে।

হাটে মাঠে ঘাটে ব্যাকুল জনতা
অবাক তাকিয়ে থাকছে,
নতুন জামা ও রঙিন চুড়িতে
খুকুমণি ছবি আঁকছে।

রাত পেরোতেই আজানের ধ্বণি
রাঙা আলো ভোরে ফুটছে,
বাগানে বাগানে বকুল মালতি
নানা কথা কয়ে উঠছে ।

ছোট সোনামণি ঘুম থেকে উঠে
খোলা উঠোনেতে নাচছে,
দাদি নানি খালা মায়েরা ফুফুরা
মজাদার মিঠে ভাজছে।

ঈদ এসে গেছে ঈদ এসে গেছে
মাঠে মাঠে কোলাকুলি,
এসো সকলেই যত ভেদাভেদ
আমরা নিমিষে ভুলি।

পূর্ববর্তী নিবন্ধরঙিন পাখি
পরবর্তী নিবন্ধরমজানের ওই রোজার শেষে