যুবককে পিটিয়ে হত্যা চেষ্টায় চান্দগাঁওতে ১১ জনের বিরুদ্ধে মামলা

আজাদী অনলাইন | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৮:০৪ অপরাহ্ণ

দিনদুপুরে প্রকাশ্যে পিটিয়ে এক যুবককে হত্যা চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) নগরীর চান্দগাঁও থানার পূর্ব মোহরা এলাকার বাসিন্দা মো. শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামীরা হলো মো. মহিউদ্দিন, মো. সোলায়মান, আব্দুল্লাহ আল নোমান, আব্দুল্লাহ আল হাসান, জাহেদ উল্লাহ, মো. সাইফুল্লাহ, মো. সাকেত, মো. টিপু, মো. ইমরান. মো. আরিফ ও মো. আসিফ। আসামীরা সবাই নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকার বাসিন্দা। বাংলানিউজ

মামলার এজাহারে মো. শাহজাহান অভিযোগ করেন, গত ১২ মে তার বাবা মো. মুছা, ভাই মো. সাইফ উদ্দীন ও মো. জালালকে মারধর করে আসামীরা। এ ঘটনায় মো. জালাল বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠে আসামীরা। জামিনে এসে তারা আরও বেপরোয়া হয়ে উঠে। গত শুক্রবার দুপুরে পূর্ব মোহরার বাড়ি থেকে প্রাইভেটকারে বহদ্দারহাট যাচ্ছিলেন তার ছোট ভাই সাইফ উদ্দীন। ছাফা মোতালেব কলেজ গেইটে পৌঁছালে গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। এরপর আসামীরা হকিস্টিক দিয়ে তাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। তাকে বেধড়ক মারধর করতে দেখে লোকজন এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, “জমি নিয়ে পূর্ব বিরোধের ঘটনায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন এক যুবককে পিটিয়ে আহত করেছে। এ ঘটনায় মামলা নিয়েছি। ঘটনার পর আসামীরা এলাকা ছেড়ে যাওয়ায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”

পূর্ববর্তী নিবন্ধডেল্টা বিপর্যয়ের পর দেশে সর্বনিম্ন শনাক্ত
পরবর্তী নিবন্ধফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত