মোহামেডান ব্লুজকে বিধ্বস্ত করে জয়ে ফিরল ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

দুই হেভিওয়েটের লড়াই। কিন্ত মাঠে এক তরফা খেলল ব্রাদার্স। মোহামেডান ব্লুজ পারলনা ব্রাদার্সকে থামাতে। তাদেরকে রীতিমত বিধ্বস্ত করে জয়ে ফিরল ব্রাদার্স। আগের ম্যাচে কোয়ালিটি স্পোর্টসের সাথে ড্র করে পয়েন্ট হারানো ব্রাদার্স ইউনিয়ন গতকাল ৫-১ গোলের বিশাল ব্যাবধানে বিধ্বস্ত করেছে মোহামেডান ব্লুজকে। জিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে তিন জয় আর এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে এখন ব্রাদার্স। ম্যাচে দারুণ এক হ্যাটট্রিক করেন ব্রাদার্সের সাজ্জাদ। আর তাতেই সহজ জয় পায় শিরোপা প্রত্যাশি ব্রাদার্স। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচের শুরু থেকেই ব্রাদার্সের দাপট। গোল আদায় করে নিতেও বেশি সময় লাগেনি। ১৫ মিনিটেই এগিয়ে যায় ব্রাদার্স। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে ডি বক্সে সৃষ্ট জটলা থেকে সায়মন দারুন এক প্লেসিং শটে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতো ব্রাদার্স। কিন্তু সায়মনের শট সাইডবার ঘেঁষে বাইরে চলে গেলে সেটা আর হয়নি। তবে প্রথমার্ধে আরো একটি গোল আদায় করে নেয় ব্রাদার্স। ৩২ মিনিটে সতীর্থের পাস ধরে সাজ্জাদ যে শট নেন তা জড়ায় জালে। ২-০ গোলে এগিয়ে যায় ব্রাদার্স। প্রথমার্ধের ন্যায় দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্নক ফুটবল খেলে ব্রাদার্স। তাদের মুহুর্মুহু আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে মোহামেডান ব্লুজের রক্ষণভাগ। দলের মাঝমাঠের খেলোয়াড়রা ছিল আরো হতশ্রী। আর স্ট্রাইকাররাতো বলই খুঁজে পায়নি। আর সে সুযোগে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ব্রাদার্স। কিন্তু ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে সতীর্থের বাড়ানো বলে যে শট নিয়েছিলেন সাজ্জাদ তা চলে যায় সাইডবার ঘেঁষে। ২১ মিনিটে ব্যবধান ৩-০ করে ব্রাদার্স। এবার বামপ্রান্ত দিয়ে একক প্রচেষ্টায় বল নিয়ে ঢুকে কোনাকোনি শটে বল জালে জড়ান রুম্মন। ব্যবধান দাড়ায় ৩-০। আক্রমণের সে ধারাবাহিকতায় নিজের দ্বিতীয় গোল করেন সাজ্জাদ। ২৫ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণ। আল আমিনের নিখুঁত ক্রসে সাজ্জাদের দুর্দান্ত হেড। বল জড়ায় জালে। ৪-০ গোলে এগিয়ে যায় ব্রাদার্স। দ্বিতীয়ার্ধের খেলা যখন ৩৫ মিনিট তখন বৃষ্টি আর বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে যায় খেলা। পরে আবার মাঠে গড়ালে আরো একটি গোল আদায় করে নেয় ব্রাদার্স। খেলার দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন সাজ্জাদ। দারুন এক গোল করে দলের পক্ষে পঞ্চম গোল করেন সাজ্জাদ। সে সাথে লিগে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। আগের ম্যাচে মোহামেডান ব্লুজের শাখাওয়াত হোসেন রনি হ্যাটট্রিক করলেও দলের এই বড় তারকা গতকাল ছিলেন একেবারে ফ্লপ। শেষ পর্যন্ত খেলার ইনজুরি টাইমে একটি গোল করে মোহামেডান ব্লুজের মান রক্ষা করেন আবিদ। সতীর্থের বাড়ানো বল ধরে একটি গোল পরিশোধ করেন বদলী এই স্ট্রাইকার। ফলে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিক করা সাজ্জাদ নির্বাচিত হন ম্যাচ সেরা। তার হাতে পুরষ্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি তাহের উল আলম চৌধুরী স্বপন।

পূর্ববর্তী নিবন্ধহার দিয়ে শ্রীলংকা সফর শুরু টাইগার অনূর্ধ্ব-১৯ দলের
পরবর্তী নিবন্ধআওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী ছিলেন সামশুল আলম চৌধুরী