হার দিয়ে শ্রীলংকা সফর শুরু টাইগার অনূর্ধ্ব-১৯ দলের

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৬ অক্টোবর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

শ্রীলংকা সফরের শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে ছয় অভিষিক্ত নিয়ে খেলতে নেমেও সফরকারিদের ৪২ রানে হারিয়ে দিয়েছে লংকান যুুবারা। ১১ ক্রিকেটারের মধ্যে ৬ জনই নতুন। বাংলাদেশকে যেন চমক দেখাতেই এমন এক একাদশ বাছাই করে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দল। ভালো কাজও দিয়েছে এই কৌশল। ব্যাটে-বলে বাংলাদেশকে নাকাল করার নায়ক ছিলেন দুই অভিষিক্ত। প্রথমে ব্যাটিং করে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করায় লংকান যুবদল। অভিষিক্ত পাওয়ান পাথিরাজার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৬৭ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিপন মন্ডল। ৫৯ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। জবাবে ইনিংসের ২২ বল বাকি থাকতেই ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস। বলতে গেলে একাই লড়াই করেছেন চার নম্বরে নামা আইচ মোল্লা। ৯৩ বলে ৯ বাউন্ডারিতে ৮৬ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় খলিলুর রহমান স্মৃতি ফুটবলের ফাইনালে শিলক
পরবর্তী নিবন্ধমোহামেডান ব্লুজকে বিধ্বস্ত করে জয়ে ফিরল ব্রাদার্স