মোটরসাইকেল কেনার আবদার রাখেনি বাবা, তাই চুরি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

নবম শ্রেণি পড়ূয়া স্কুল ছাত্র জিয়া উদ্দিন শুভ (১৯)। বাবার কাছে শখ করে মোটর সাইকেল কেনার আবদার করে। কিন্তু বাবা তার সেই শখ পূরণ করেননি। তাই অপরের মোটরসাইকেল চুরি করেছে শুভ। তবে শখের সেই মোটরসাইকেল নিজ হেফাজতে বেশিক্ষণ রাখতে পারেনি। ধরা পড়েছে পুলিশের জালে। যার মোটরসাইকেল চুরি তার অভিযোগের ভিত্তিতেই নগরীর টাইগারপাস থেকে শুভকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি গতকাল সোমবার আজাদীকে নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন। তিনি বলেন, বিদ্যুত উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আবু মুসা নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভুক্তভোগী আবু মুসা তার অভিযোগে উল্লেখ করেন, তিনি বন্ধুর মোটরসাইকেল নিয়ে রোববার ফুল কিনতে চেরাগী পাহাড় এলাকায় যান এবং রাস্তায় মোটরসাইকেলটি রেখে একটি ফুলের দোকানে ডুকেন। ফুল কিনে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি সেখানে আর নেই।
ওসি বলেন, আন্দরকিল্লার একটি ছাপাখানার কর্মচারীর ছেলে শুভ। আবদার করার পরও কিনে না দেয়ায় সে মোটরসাইকেলটি চুরি করে। শুভ তার পরিবারের সাথে নগরীর জামালখান এলাকার শরীফ কলোনীতে বসবাস করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৪ দিনে টিকা নিলেন ৪০ হাজার ১০ জন
পরবর্তী নিবন্ধহেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার ৭ দিনের রিমান্ডে