চট্টগ্রামে ৪ দিনে টিকা নিলেন ৪০ হাজার ১০ জন

দ্বিতীয় ডোজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল সোমবার চতুর্থ দিনের মতো করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৯৪ জন। এর মধ্যে জেলার ৫৮০২ জন এবং নগরীর ৬২৯২ জন। এ নিয়ে গত ৮ এপ্রিল থেকে এ পর্যন্ত চার দিনে চট্টগ্রামে করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪০ হাজার ১০ জন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে করোনার প্রথম ডোজ দেয়া হয়। গতকাল সোমবারও অনেকে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গতকাল সোমবার জেলার ৬২৬ জন ও নগরীর ৯০১ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এ পর্যন্ত মোট ৪ লাখ ৪০ হাজার ৯৬ জন প্রথম ডোজ গ্রহণ করেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ২ লাখ ৪৫ হাজার ৪৮১ জন ও জেলার বিভিন্ন উপজেলার ১ লাখ ৯৪ হাজার ৬১৫ জন করোনার প্রথম ডোজ গ্রহণ করেন। চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বলেন আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত রোববার তৃতীয় দিনের মতো করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১২ হাজার ৮৭৫ জন। এর মধ্যে জেলার ৬৬১৪ জন এবং নগরীর ৬২৬১ জন।
আমাদের আমাদের

পূর্ববর্তী নিবন্ধমাঝরাতে সন্ত্রাসীদের গুলি, গৃহবধূ নিহত
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল কেনার আবদার রাখেনি বাবা, তাই চুরি