মেলবোর্নে ভারত পাকিস্তান টেস্ট?

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:৩৭ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতপাকিস্তান ম্যাচে দর্শকে ঠাসা ছিল এমসিজি। টিটোয়েন্টি বিশ্বকাপে ভারতপাকিস্তান ম্যাচে দর্শকে ঠাসা ছিল এমসিজি। গত টিটোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ক্ল্যাসিক দ্বৈরথে মুখোমুখি হয়েছিল ভারতপাকিস্তান। সেটি দেখতে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হাজির হয়েছিলেন ৯০ হাজার ২৯৩জন দর্শক! ম্যাচটার মূল্য বিচার করেই এবার ওই দুটি দেশকে নিয়ে টেস্ট সিরিজ আয়োজনের আগ্রহ দেখিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব। যারা মূলত ঐতিহাসিক এমসিজি’র দেখভালের দায়িত্বে। রাজনৈতিকভাবে চির বৈরী ভারতপাকিস্তান ২০০৭ সালের পর কখনও টেস্টে মুখোমুখি হয়নি। আন্তর্জাতিকভাবেও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না তারা। শুধু মাত্র আইসিসি ও এসিসির ইভেন্ট হলেই তারা মুখোমুখি হয়েছে। কিন্তু দুই দেশের ম্যাচে দর্শকদের তুমুল চাহিদার কথা বিবেচনা করে টেস্ট আয়োজনে আগ্রহ দেখিয়েছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব ও ভিক্টোরিয়া রাজ্য সরকার। তারা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কথা বলেছে। অস্ট্রেলিয়াদক্ষিণ আফ্রিকা টেস্টের চতুর্থ দিনে এসইএন রেডিওকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ফঙ বলেছেন, ‘অবশ্যই, এমসিজিতে টানা তিনটি টেস্ট হবে দারুণ কিছু। হয়তো প্রতিবারই ভরপুর দেখতে পাবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কথা বলেছি। এটাও জানি ভিক্টোরিয়া রাজ্য সরকারও কথা বলেছে। যদিও ব্যাপারটা সহজ হবে না। যেহেতু ঠাসা সূচি আছে, বিষয়টা করতে গেলেও সামনে অনেক চ্যালেঞ্জ।’ অবশ্য মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আগ্রহ থাকলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে ভারত ও পাকিস্তানের ওপর। তাছাড়া দুই দেশের ভবিষ্যৎ সফর সূচিতে ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত কোনও দ্বিপাক্ষিক ম্যাচও নেই। তাই সব কিছু এখন আলোচনার পর্যায়েই।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বঙ্গবন্ধু আন্তর্জাতিক নারী বিচ ভলিবলের সমাপ্তি