মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে’

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের উপসচিব শাব্বির ইকবাল বলেছেন, স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক হতে হবে। স্মার্ট নাগরিক হতে হলে সুশিক্ষিত হবে। লেখাপড়া ভাল করার পাশাপাশি ভাল মানুষ হতে হবে। শিক্ষা হস্তান্তর যোগ্য নয়, একান্ত নিজের সম্পদ। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব হলো আমি ছাত্র। মানুষ তার স্বপ্নের সমান, একেক জনের একেক স্বপ্ন। স্বপ্নের সাথে আত্মবিশ্বাস শক্তিশালী হলে স্বপ্ন অবশ্যই পূরণ হবে। গত রবিবার পটিয়ার শোভনদন্ডী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শোভনদন্ডী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি কক্সবাজার সদরের অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, চট্টগ্রাম প্রগ্রেসিভ ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক সিরাজুল করিম মানিক, শোভনদন্ডী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হামিদ হোসাইন। অধ্যাপিকা ফারজানা করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাংবাদিক মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সিনিয়র সহসভাপতি মীর কাশেম, অধ্যাপক বিধান চক্রবর্ত্তী, অধ্যাপক মোশাররফ হোসেন ফারুকী, ডা. সুব্রত বড়ুয়া, বাবুল কান্তি মিত্র প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবড়উঠানে লিরোর বৃক্ষরোপণ
পরবর্তী নিবন্ধমৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান