বড়উঠানে লিরোর বৃক্ষরোপণ

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২১ পূর্বাহ্ণ

বেসরকারি প্রতিষ্ঠান লিরোর উদ্যোগে কর্ণফুলী উপজেলার বড়উঠানে ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন লিরোর প্রধান নির্বাহী পরিচালক ও মানবাধিকার নেত্রী নূরজাহান খান, নির্বাহী সদস্য প্রফেসর আবদুল আলীম, বড়উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম। এ সময় নূরজাহান খান বলেন, পরিবেশ বাঁচানোর স্বার্থে সবুজ চট্টগ্রাম বিনির্মাণে যে কোন মূল্যে আমরা এই উদ্যোগকে এগিয়ে নেবো। চেয়ারম্যান দিদারুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার এক ইঞ্চি কৃষি জমিও খালি রাখা যাবে না। সেই অঙ্গীকারের সাথে আমরা একাত্ব। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুল আলীম বলেন, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। তাই বেশি বেশি গাছ লাগাবো। গাছ হচ্ছে প্রকৃতির ফুসফুস। তিনি বলেন চারা লাগালেই শুধু হবে না চারাকে যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাসাউবি অবিচ্ছিন্ন ৮৪-এর পুনর্মিলনীর প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ