মৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠান

| বুধবার , ২ আগস্ট, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

বিশ্ববরেণ্য বাঙালি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে অনুষ্ঠান গত ৩০ জুলাই আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে শেষ হয়েছে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম।

গত ২৮ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থপতি বিধান বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার ডা. রাজীব রঞ্জন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেনকথাসাহিত্যিক ও চলচ্চিত্র সমালোচক সৈকত দে। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধূরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী।

উদ্বোধনী দিন প্রদর্শিত হয় মৃণাল সেন পরিচালিত চালচিত্র ও আকালের সন্ধানে। এরপর ৩০ জুলাই অন্তরীণ ও আমার ভুবন এ দুটি ছবি প্রদর্শন করা হয়। উৎসব উপলক্ষে বর্ণিল পোস্টার ও চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ডিপ ফোকাসের মৃণাল সেন সংখ্যা প্রকাশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু বাঙালি জাতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ