মুজিব ছিল বলে

আজিজ রাহমান | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

সাত রাজ্যির ধন যেন এই দেশটা পেলাম ঠিকই
সোনারোদে সবুজ সবুজ হাজার ঝিকিমিকি
হাসছে দলে দলে
মুজিব ছিল বলে জেনো মুজিব ছিল বলে।

ফুল ফুটেছে গান উঠেছে বসন্ত সাজ দেখি
স্বাধীন দেশের পায়রাগুলো ডিগবাজি খায় একি
খুশির অতল তলে
মুজিব ছিল বলে জেনো মুজিব ছিল বলে।

পাক শাসকের কাছে ছিল বন্দী স্বাধীনতা
স্বাধীন দেশে স্বাধীন হয়ে বলছি প্রাণের কথা
আনন্দ কলকলে
মুজিব ছিল বলে জেনো মুজিব ছিল বলে।

পাক শোষণে খুঁজে পেলাম প্রতিরোধের ভাষা
মুক্তির স্বাদ পেলাম যেন ফিরল স্বপ্ন আশা
ঝলমলে ঝলমলে
মুজিব ছিল বলে জেনো মুজিব ছিল বলে।

আজ বাঙালি বীরের জাতি হলাম আমরা বীর
স্বাধীন দেশের স্বাধীনতায় বিশ্বে উঁচু শির
উজ্জল জ্বলজ্বলে
মুজিব ছিল বলে জেনো মুজিব ছিল বলে।

আজ কী স্বাধীন নেই তো কারো কালো হাতের ছায়া
মনের মতো জড়িয়ে রাখি মার আঁচলের মায়া
মনটা কী টলমলে
মুজিব ছিল বলে জেনো মুজিব ছিল বলে।

পূর্ববর্তী নিবন্ধএকশ-তে একশই
পরবর্তী নিবন্ধএমন শিশু চাই