জয় চৌধুরীকে আজীবন বয়কটের ঘোষণা

| শুক্রবার , ২৬ এপ্রিল, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনার তদন্তের জন্য গত বুধবার ১১ সদস্যের একটি কমিটি বসে। বৈঠকে শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ আনা হয়। বৈঠক শেষে জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দেন বিনোদন বিটের সাংবাদিকরা। খবর বাংলানিউজের।

এ বিষয়ে সাংবাদিক লিমন আহমেদ বলেন, ঘটনার তদন্তে বৈঠকে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী ঔদ্ধত্যপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ। তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তিনি বলেন, জয় চৌধুরীকে নিয়ে শিল্পী সমিতি যদি কোনো কার্যক্রমে অংশ নেন তবে সমিতিকেও বয়কট করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসেন্সর বোর্ডের সিদ্ধান্ত, চার কারণে ‘অমীমাংসিত’ প্রদর্শন যোগ্য নয়!
পরবর্তী নিবন্ধ২ জনকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি