একশ-তে একশই

এমরান চৌধুরী | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৯ পূর্বাহ্ণ

এই যে পাখি উড়ছ দেখি
আকাশ নীলে বেশ
বলত পারো কার উপহার
এই সবুজের দেশ?

এই যে ফড়িঙ ঘাসের বুকে
নিচ্ছো সবুজ ঘ্রাণ
যেমন খুশি এই লাফানো
কাহার অবদান?

এই যে শালিক যাও মাড়িয়ে
ধান সোনালির বুক
কার ডাকে বা ছোঁয়ায় পেলে
এমন নিবিড় সুখ?

এই যে পোনা মায়ের সোনা
বাজাও জলে ঢোল
কাজল দিঘির কাজল জলে
কে দিলো এই কোল?

এই যে জোনাক থোকায় থোকায়
ফোটাও আলোর ফুল
কার সুবাসে হও উজালা
খুশিতে মশগুল?

বলল পাখি, বলল শালিক
বলল আলোর ফুল,
কেমন করে ভাবতে পারো
করব এমন ভুল?

এমন মানুষ চিনব না কেউ
তেমন বোকা নই!
আমরা চিনি মুজিবুরকে
একশ-তে একশই।

পূর্ববর্তী নিবন্ধশুভ জন্মদিন
পরবর্তী নিবন্ধমুজিব ছিল বলে