মুজিব ওঠো জেগে

সোমা মুৎসুদ্দী | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫০ পূর্বাহ্ণ

এই যে মুজিব ওঠো জেগে

ফুল পাখিরা ডাকে

তোমায় ভালোবেসে খোকা

দেশের ছবি আঁকে।

বাংলাদেশের শ্যামল মাটিতে

তোমার স্মৃতির ভিড়

আজও কেঁদে ওঠে পদ্মা নদী

যমুনা সুরমা তীর।

তোমার ভাষণ তোমার মায়া

জনগন আজ চায়

স্মৃতির মিনারে তোমায় খোঁজে

যদি একবার পায়।

তুমি আছো জানি সবার মনে

ইতিহাসের ওই পাতায়

তোমার নামটি লেখা হয়ে গেছে

বাঙালি মনের খাতায়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধপিতার শোকে