মুজিবনগর দিবসে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা

| শুক্রবার , ২২ এপ্রিল, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা ১৮ এপ্রিল সংগঠন কার্যালয়ে অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও মোহাম্মদ লিপটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ধারাবাহিক আন্দোলনের ফসল। সেই আন্দোলনে মিশে আছে বাঙালির অনেক ত্যাগ ও রক্ত। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস লক্ষ প্রাণের ত্যাগের পটভূমিতে রচিত। ১৯৭১ সালে ১৭ এপ্রিল বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ চলাকালে কুষ্টিয়ার মেহেরপুর বৈদ্যনাথতলার আম্রকাননে প্রতিষ্ঠিত ঐতিহাসিক মুজিবনগর সরকার গঠন ছিল বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় দিন। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির উন্নয়নে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন হাসিনা জাফর, রুহি মোস্তফা, রিজোয়ান রাজন, সরোয়ার আমিন বাবু, পূর্ণিমা দাশ বেবি, জাফর ইকবাল, প্রণব রঞ্জন চক্রবর্তী, অরুণ দাশ, মো. মেজবাহ উদ্দীন চৌধুরী, আনোয়ারা আলম, রোকন উদ্দিন আহমেদ, সামিয়াল রাইদাদ অর্ণব, বিজয় বড়ুয়া, রমজান আলী বাবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআগ্রাবাদ শেখ মুজিব রোডে ঢাকা ব্যাংকের উপ-শাখা উদ্বোধন
পরবর্তী নিবন্ধনগরীতে হচ্ছে ফিজিওথেরাপি সেন্টার