মুক্তোমালা

সুবর্ণা দাশ মুনমুন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

রাত্রি শেষে সূর্য যখন
আঁখি মেলে ধরার বুকে
ঘাসের ডগায় রূপ ছড়িয়ে
মুক্তোমালা হাসছে সুখে।

মুক্তোমালা? কি বলি ছাই
শিশির তার নাম,
মেঘের মেয়ে আকাশ বেয়ে
ঝরছে অবিরাম।

রূপোর জলে ধোয়া পা তার
সোনায় মোড়া গা,
আলোয় মাখা মখমলে চোখ
খুশির পরীটা।

কুয়াশা বোন ব্যস্ত ভীষণ
বললো তাড়াতাড়ি,
দিয়েছিতো রোদের সাথে
আমরা দুজন আড়ি।

সুয্যিমামা হাসুক তবে
সোনারোদের হাসি,
ঘাসের ডগায় ঝরবো আবার
আলোক রাশি রাশি।

পূর্ববর্তী নিবন্ধঘোড়া
পরবর্তী নিবন্ধমনের ভেতর মন থাকে না