ঘোড়া

আকতার হোসাইন | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

বাবার নাকি একটি ছিল কাঠের ঘোড়া
সারাটা দিন ওটায় বসে
দোল খেত সে,
দাদু, আমার চাই কিন্তু পঙখীরাজই
যাতে চড়ে মেঘের রাজ্যে যাবে ওড়া।

আমি হাতে মেঘ ধরবো
জলবাতাসের বেগ ধরবো
ছুটবে ঘোড়া নীলগিরিতে কিংবা শিলিগুড়ি
অবাক হয়ে আমার দিকে দেখবে চাঁদের বুড়ি।

আচ্ছা নানু, তুমিই না হয় ঘোড়াটা দাও কিনে
দাদু যদি চোখের ভুলে আসলটা না চিনে!

গা হবে তার দুধসাদা রঙ, লেজটা হবে কালো
টকটকে লাল পেলে তখন আরো অনেক ভালো,
তুমি যদি মন ভোলাতে প্লাস্টিকেরটা আনো
কী ভয়ানক রাগী আমি, সবাই কিন্তু জানো।

সারাটি রাত রাখবো বেঁধে বাইরে ঘোড়ার সাথে
বুঝবে তখন শীত কী মজা আমার কানাডাতে।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু সম্মেলনে ঢুকতে পারলেন না হুইল চেয়ারে বসা মন্ত্রী
পরবর্তী নিবন্ধমুক্তোমালা