মিয়ানমারে জান্তাপন্থি গায়িকা খুন, আতঙ্কে অন্য তারকারা

| শুক্রবার , ৯ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

মিয়ানমারের সুপরিচিত সঙ্গীতশিল্পী লিলি নাইং কেয়াও মাথায় গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর ইয়াংগনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামরিক জান্তার পক্ষে প্রচারপ্রচারণা চালানো গায়িকাকে জান্তাবিরোধী বন্দুকধারীরা গুলি করেছে বলে অভিযোগ। লিলির মৃত্যু কেবল জান্তা সমর্থকদেরই নয়, সামরিক বাহিনীপন্থি গণমাধ্যমে কাজ করা অনেক তারকাকেও স্তম্ভিত করে দিয়েছে বলে বিবিসি জানিয়েছে। খবর বিডিনিউজের।

তাকে গুলি করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুই ব্যক্তি সামরিক বাহিনীবিরোধী একটি শহুরে গেরিলা দলের সদস্য বলে জানিয়েছে জান্তা কর্তৃপক্ষ। তাদের গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে সন্দেহভাজন একজনের পরিবারের দুই সদস্যকে হত্যার ঘটনাও ঘটেছে। প্রতিশোধ নিতেই পাল্টা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা। ৬ জুন ভোররাতে তার মৃত্যু হয়েছে বলে তার পরিবার বিবিসিকে নিশ্চিত করেছে। সরকারি বিবৃতিতে ঘটনাকে নিষ্পাপ নারীর ওপর অমানবিক গুলিবর্ষণ বলে অভিহিত করা হয়েছে। জান্তাপন্থি ১৭টি সংগঠন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কট্টর জাতীয়তাবাদী বৌদ্ধদের সংগঠন মা বা থা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে। লিলির ওপর গুলি চালানোর ঘটনায় যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ইয়াংগনভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী স্পেশাল টাস্ক ফোর্স এর সদস্য বলা হচ্ছে। এদের মধ্যে একজন কং জার নি হেইন, তাকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয়। অন্য সন্দেহভাজনের নাম কেয়া থুরা। তাদেরকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ১১ জন নিহত
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার এড়াতে আদালতের দ্বারস্থ হচ্ছেন ইমরান খান