মিয়ানমারের নির্বাচনের ফল অবৈধ ঘোষণা কমিশনের

| শনিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

সামরিক সরকারের নিয়োগ দেয়া নির্বাচন কমিশন চেয়ারম্যান গত নভেম্বরের নির্বাচন ফলকে ‘অবৈধ’ ঘোষণা দিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার রাজধানী নেপিদোতে মিয়ানমারের ইউনিয়ন ইলেকশন কমিশনের চেয়ারম্যান থেইন সোয়ে নভেম্বরের নির্বাচনের ফলকে অবৈধ বলে ঘোষণা দেন। মিয়ানমারের সেনাবাহিনী গত ১ ফেব্রুয়ারি স্টেস কাউন্সেল অং সান সু চিসহ নির্বাচিত নেতাদের বন্দি করে ক্ষমতা গ্রহণ করে। এর পর থেকে দেশটিতে সাধারণ মানুষ সামরিক শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করছে। বিক্ষোভের মধ্যে জান্তা সরকারের নির্বাচন কমিশন এমন ঘোষণা দিল। আল-জাজিরার খবরে বলা হয়েছে, সামরিক সরকারের এমন সিদ্ধান্তের ফলে দেশটিতে বিক্ষোভ বাড়বে।
এদিকে জান্তা সরকার বিক্ষোভ দমনের জন্য সহিংসতার আশ্রয় নিয়েছে। শুক্রবার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ের পাশে বিক্ষোভের অন্যতম মূলকেন্দ্র হ্লেদান ডিস্টিক্টে শুক্রবারও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। এ সময় বিক্ষোভস্থল থেকে গুলির শব্দ শোনা গেছে।

পূর্ববর্তী নিবন্ধগাঁজা বেচে মাসে ৪ কোটি টাকা আয়!
পরবর্তী নিবন্ধদিকহারা নৌকার ৮১ রোহিঙ্গা উদ্ধার করল ভারতীয় কোস্টগার্ড