মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির র‌্যালি

| মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৪ পূর্বাহ্ণ

গাউসিয়া কমিটি, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে মাহে রবিউল আউয়ালকে স্বাগত র‌্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারী রহমাতুল্লিল আলামীন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র মাহে রবিউল আউয়াল। সর্বকালের সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক আল্লাহর প্রিয় হাবীব (দ.) ৬৩ বছরের হায়াতে জিন্দেগিতে আরবের মরু প্রান্তরে সকল বাতুলতা-বর্বরতার বিরুদ্ধে শান্তি ও সাম্যের যে মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন তা-ই আজ পর্যন্ত বিশ্ববাসীর জন্যে কল্যাণ রাষ্ট্রের অনন্য মডেল। বক্তারা বর্তমানে প্রচলিত অন্যায়-অমানবিকতার বিরুদ্ধে সাম্য-সুন্দর সমাজ প্রতিষ্ঠায় প্রিয় রাসুল (দ.)’র প্রেমে উজ্জীবিত হয়ে জীবন গড়ার আহ্বান জানান। মহানগর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় গতকাল সোমবার বিকেলে নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটি মহানগর শাখার সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। প্রধান বক্তা ছিলেন আনজুমান ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনজুমানের আর্গানাইজিং সেক্রেটারী মুহাম্মদ মাহবুবুল আলম, ফিন্যান্স সেক্রেটারী এনামুল হক বাচ্চু, গাউসিয়া কমিটি কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, মহাসচিব শাহজাদ ইবনে দিদার, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, যুগ্ম মহাসচিব মাহবুবুল হক খান। মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খায়র মোহাম্মদ, ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবুল বশর, সাবের আহমদ, মোহাম্মদ সেকান্দর মিয়া, দ্বীন মোহাম্মদ, মোহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মোহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মুনির উদ্দীন সোহেল, মোহাম্মদ সাহাবউদ্দিন, মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ সালামত আলী, মনোয়ার হোসেন মুন্না, মোহাম্মদ ফয়েজুর রহমান, মোহাম্মদ মুসলিম উদ্দিন, মোহাম্মদ জানে আলম জানু, মকবুল আহমেদ খান, নুর মোহাম্মদ, মোহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ তানবীর, আবু নাসের রনি, মোহাম্মদ আরমান, মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রমুখ।
এতে বক্তারা আরও বলেন, সৃষ্টির মূল রাসুলে করীমের (দ.) এ পৃথিবীতে শুভাগমন বিশ্বমানবতার জন্য এক মহা নেয়ামত। আর এ নেয়ামত প্রাপ্তিতে শোকরিয়া আদায়ের মাধ্যমে সাফল্য অর্জনের নির্দেশনা রয়েছে পবিত্র কোরআনে করীমে। বক্তারা আনজুমান ট্রাস্টের উদ্যোগে আওলাদে রাসুলের নেতৃত্বে ৯ রবিউল আউয়াল ঢাকা এবং ১২ রবিউল আউয়াল চট্টগ্রামে ৫০তম জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) সফল করার জন্য সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানান। সমাবেশ শেষে বাদে আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ থেকে বাংলাদেশের জাতীয় পতাকা, সাদা চাঁদ চার তারকার ত্রিকোণাকার সবুজ পতাকা এবং বিভিন্ন আহ্বান সম্বলিত ফেস্টুন, প্লেকার্ড, হামদ-না’ত, শ্লোগানে আকাশ-বাতাস মুখরিত বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ রাজপথে নামলে অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু