খাগড়াছড়ি ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি ও মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি ও কুতুবদিয়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান, দীঘিনালায় পুকুরে ডুবে ফারহান (২) ও নুসরাত (১৮ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলার কবাখালী ইউনিয়নের মুসলিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কবাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আবদুল আলিম জানান, সকালে পুকুর পাড়ে খেলার সময় দুই শিশু পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. প্রমেশ চাকমা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
কুতুবদিয়া : মহেশখালী প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় পুকুরে ডুবে সামিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার কৈয়ারবিল পরান সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের মো. রুবেলের শিশু কন্যা সামিয়া খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে জানান।

পূর্ববর্তী নিবন্ধমাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে মহানগর গাউসিয়া কমিটির র‌্যালি
পরবর্তী নিবন্ধ৭৮৬