মাস্ক পরা নিশ্চিতে রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রাঙামাটি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ৭:১৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হাট-বাজার অফিস-আদালত সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাঙামাটি শহরের বনরুপা ও পৌরসভা এলাকায় এলাকায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করার কারণে ২ জনকে জরিমানা করা হয়। হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর জন্য ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ অনুযায়ী ২ জনকে, মূল্যতালিকা ঝুলিয়ে না রাখার কারণে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’
অনুযায়ী একজনকে এবং বনরুপা বাজারের রাস্তার উপরে নির্মাণাধীন ভবনের মালামাল রাখায় ‘স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯’ অনুযায়ী একজনকে মোট ৬টি মামলায় মোট ৩৭০০ টাকা জরিমানা করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে জেলা পুলিশ বাহিনী সহযোগিতা করে এ অভিযানে।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানান, সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে বাধ্য করা এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসকের নির্দেশে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধকৃষিপণ্যের নামে এলো প্রসাধনী সামগ্রী
পরবর্তী নিবন্ধউল্টো পথে মোটরসাইকেল চালিয়ে বিচারককে মারধর করে দুইজন রিমান্ডে