কৃষিপণ্যের নামে এলো প্রসাধনী সামগ্রী

হাসান আকবর | বৃহস্পতিবার , ১০ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরে কৃষিপণ্যের নামে আমদানি করা কসমেটিকস সামগ্রীর ৩টি কনটেইনার আটক করেছে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখা।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ শাখার কায়িক পরীক্ষায় বিষয়টি ধরা পড়ে।
চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার এক কর্মকর্তা বলেন, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরের ওভারফ্লোতে তিনটি কনটেইনারে থাকা একটি চালান ফিজিক্যাল এক্সামিন (কায়িক পরীক্ষা) করি। এ চালানে থাকার কথা ছিল কৃষিপণ্য কিন্তু আমদানিকারক প্রতিষ্ঠানটি এ চালানে নিয়ে আসে প্রসাধনী সামগ্রী। আমরা তিনটি কনটেইনারই জব্দ করেছি। কনটেইনার এক্সামিনের কাজ এখনও চলছে। পরীক্ষা শেষে বিস্তারিত তথ্য জানাতে পারব।”

পূর্ববর্তী নিবন্ধদৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু
পরবর্তী নিবন্ধমাস্ক পরা নিশ্চিতে রাঙামাটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান