মার্কিন প্রেসিডেন্ট

প্রবীর বড়ুয়া | বুধবার , ১৮ নভেম্বর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

  • এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত ৭৭ বছর বয়সী জো বাইডেন ২০২১ সালের ২০ জানুয়ারি শপথ নেবেন সেদেশের সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট হিসাবে।
  • যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্কুলের লেখাপড়া শেষ হয়ে গিয়েছিল মাত্র ১১ বছর বয়সে তাঁর বাবার মৃত্যুর পর।
  • প্রথম হোয়াইট হাউজে বাস করেন যুক্তরাষ্ট্রের ২য় প্রেসিডেন্ট জন এডামস।
  • যুক্তরাষ্ট্রের তিন প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন সেদেশের স্বাধীনতা দিবস অর্থাৎ ৪ জুলাই। ২য় প্রেসিডেন্ট জন এডামস ও ৩য় প্রেসিডেন্ট থমাস জেফারসন মৃত্যুবরণ করেন স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে ১৮২৬ সালের ৪ জুলাই এবং ৫ম প্রেসিডেন্ট জেমস মনরো মৃত্যুবরণ করেন তার পাঁচ বছর পর ১৮৩১ সালের ৪ জুলাই।
  • প্রথম আমেরিকান হিসাবে আইসক্রিম বানানোর রেসিপি হাতে লিখে রেখে যান ৩য় প্রেসিডেন্ট থমাস জেফারসন।
  • মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে লম্বা ছিলেন ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন এবং ৩৬তম প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন। তাঁদের উচ্চতা ছিল ৬ ফুট ৪ ইঞ্চি। আর সবচেয়ে খাটো প্রেসিডেন্ট ছিলেন তাঁদের উচ্চতার চেয়ে এক ফুট ছোট, ৫ ফুট ৪ ইঞ্চি। তিনি হলেন ৪র্থ প্রেসিডেন্ট জেমস ম্যাডিসন।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে সেদেশের সংবিধান অনুযায়ী তাঁকে অবশ্যই হতে হবে জন্মগতভাবে মার্কিন নাগরিক, সেদেশে কমপক্ষে ১৪ বছর বসবাসকারী এবং ৩৫ বছর বয়সী। কিন্তু প্রথম সাতজন প্রেসিডেন্টের জন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ধারিত সীমানার মধ্যে হলেও তাঁরা জন্মেছিলেন যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করার আগেই। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর জন্ম এবং বেড়ে ওঠা হিসাবে প্রথম প্রেসিডেন্ট হলেন ৮ম প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বিউরেন। তাঁর জন্ম হয়েছিল নিউ ইয়র্কের কিন্ডারহুকের ওলন্দাজদের এলাকায় আর তিনিই একমাত্র মার্কিন প্রেসিডেন্ট যাঁকে ইংরেজি শিখতে হয়েছিল দ্বিতীয় ভাষা হিসাবে কারণ তাঁর মাতৃভাষা ছিল ওলন্দাজ।
  • ৯ম প্রেসিডেন্ট উইলিয়াম হেনরি হ্যারিসনের প্রথম ভাষণটি ছিল সবচেয়ে দীর্ঘ ভাষণ যা তিনি দিয়েছিলেন ১৮৪১ সালের ৪ মার্চ। ভাষণটিতে ছিল ৮ হাজার ৪৪৫টি শব্দ। ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে সেই ভাষণ দিতে তাঁর সময় লেগেছিল প্রায় দুই ঘণ্টা। আর সেই দীর্ঘ ভাষণ দিতে গিয়ে ঠাণ্ডা লেগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি মারা যান মাত্র এক মাস পর ৪ এপ্রিল।
  • ১০ম প্রেসিডেন্ট জন টাইলারের ছিল ১৫ জন ছেলেমেয়ে। তাঁর প্রথম স্ত্রী লেটিটিয়া ক্রিশ্চিয়ানের ঘরে ছিল ৮ সন্তান আর তাঁর মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী জুলিয়া গার্ডিনারের ঘরে জন্ম নিয়েছিল বাকি ৭ সন্তান।
  • সারাজীবন অবিবাহিত ছিলেন যুক্তরাষ্ট্রের ১৫শ প্রেসিডেন্ট জেমস বুকানান।
  • যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট-এর ডাকটিকেট সংগ্রহের শখ ছিল যা তিনি তাঁর মায়ের উৎসাহে শুরু করেছিলেন মাত্র ৮ বছর বয়সে। তাঁর মায়েরও ছিল ডাকটিকেট সংগ্রহের শখ। বয়সকালে পোলিও আক্রান্ত হলে তিনি বিছানায় শুয়ে সেই ডাকটিকেট নিয়ে সময় কাটাতেন। প্রেসিডেন্ট থাকাকালীনও তিনি মনের দুশ্চিন্তা কাটাতে প্রতিদিন সময় কাটাতেন তাঁর ডাকটিকেটগুলো নিয়ে। ১৯৪৫ সালে তাঁর মৃত্যুর সময় রুজভেল্টের সংগ্রহে ছিল ১২ লাখেরও বেশি ডাকটিকেট যার বেশিরভাগই তাঁর ইচ্ছানুযায়ী বিক্রি করা হয়েছিল নিলামে।
  • হলিউড অভিনেতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া রোনাল্ড রিগ্যান ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত হোয়াইট হাউজে তাঁর দুই মেয়াদে সিনেমা দেখেছিলেন ৩৬৩টি। আর ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত তাঁর একমাত্র মেয়াদে সিনেমা দেখেছিলেন ৪শয়েরও বেশি।
পূর্ববর্তী নিবন্ধচাঁদে পানি ও ভবিষ্যৎ
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার উত্তর ব্রাহ্মণডেঙ্গায় কাজী রাগেবুল্লাহর ওরশ