মানুষ মানুষের জন্য

শিবলী ভট্টাচার্য্য | রবিবার , ১৮ জুলাই, ২০২১ at ৬:৫৬ পূর্বাহ্ণ

একটু আলোর ঝলকানিতে মানুষ খুঁজতে যাই, মানুষ আছে হাজার হাজার ভালো মানুষ নাই! এমন অবস্থা দেখে মনে বিঁধলো মস্ত বড় এক কাঁটা। একি! মানুষের মনের দরজা যে পাথর দিয়ে সাঁটা। পাথর ভেঙে কষ্ট করে ঢুকি মনের সীমানায়, আহা!ভালো মানসিকতা সব বন্দি মনের আঙিনায়! বুঝিয়ে এলাম মানুষের মনকে তুই চলিস নিজের মত, মুছে ফেল তোর মনের কোণের খারাপ যত ক্ষত। ইচ্ছে থাকলে উপায় হয় তা কথার কথা নয়, ইচ্ছের দ্বারা বিলুপ্ত হয় মনের লুকানো ভয়। পরোপকার করে দেখো প্রশান্তি পাবে মনে, ধন্যবাদ বলা শিখো প্রতিটি ভালো ক্ষণে। ছোট বড় সবার কাছে শ্রদ্ধাশীল হয়ে থাকো, শারীরিক কসরত কখনো বাদ দিও নাকো। শুভ চিন্তায় শুভ বুদ্ধির উদয় হয় বেশি, সবসময় সর্বকাজে থাকতে হবে হাসিখুশি। মানুষের জন্য মানুষ আর সবাই সবার জন্য, একে অপরের উপকার করে জীবনকে করি ধন্য।

পূর্ববর্তী নিবন্ধশিল্প কারখানা মালিকদের প্রতি অনুরোধ
পরবর্তী নিবন্ধপ্রস্তাবিত এইচএসসি পরীক্ষায় ঐচ্ছিক বিষয় নিয়ে গভীর উৎকন্ঠায় শিক্ষার্থীরা