ডেন্টাল ক্যাভিটি (দাঁতে গর্ত) কারণ, লক্ষণ, চিকিৎসা

ডা. ইয়াসিন মো. আবদুল্লাহ | সোমবার , ৬ মে, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

দাঁতের মধ্যে গর্ত অথবা ক্ষয় হলে তাকে ডেন্টাল ক্যাভিটি বলে। ডেন্টাল ক্যাভিটি অথবা দাঁতে গর্ত থেকে দাঁতে যাবতীয় সমস্যার সূত্রপাত হয়। ডেন্টাল ক্যাভিটি মোকাবিলা, চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে যা জানা দরকার তা এখানে আলোচনা করা হল:

কারণ: খাদ্য খাওয়ার পর যদি মুখের ভিতর সঠিকভাবে পরিষ্কার করা না হয় তাহলে ব্যাকটেরিয়া সেই খাদ্যকণা ভেঙে ফেলে এবং ফলস্বরূপ এসিড নিঃসৃত হয়। এই এসিড দাঁতের বাইরের স্তর (এনামেল) ক্ষয় করে এবং দাঁত দুর্বল করে। সাধারণত দুই দাঁতের মাঝখানে এবং দাঁতের ঠিক উপরের অংশে (অকুসাল অংশে) গর্ত বেশি পরিলক্ষিত হয়। শর্করা বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার এবং চিনিযুক্ত খাদ্যদ্রব্য দাঁতে গর্ত তৈরিতে সহায়তা করে।

লক্ষণ: . শিরশির অনুভব সৃষ্টি। ২. দাঁতের পৃষ্ঠে কালো দাগ।

. একটি নির্দিষ্ট স্থানের চারপাশে বিবর্ণতা। ৪. দাঁত ব্যথা।

. দাঁতের মধ্যে খাদ্যকনা জমা শুরু হওয়া।

চিকিৎসা: . খাদ্যকনা জমা প্রতিরোধে দিনে দুবার ব্রাশ করুন।

. খাবারের পর অবশ্যই কুলকুচি করুন। ৩. দুই দাঁতের মাঝখানে গর্ত প্রতিরোধে দিনে অন্তত একবার ফ্লস করুন। ৪. ফ্লোরাইডযুক্ত টুথপেষ্ট ব্যবহার করুন। ৫. বছরে অন্তত দুইবার ডেন্টাল সার্জনের মাধ্যমে ওরাল চেকআপ করান।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে মশক নিধনে চসিকের কার্যকর পদক্ষেপ চাই
পরবর্তী নিবন্ধশিক্ষকের মর্যাদা যেনো কখনো ভূলুণ্ঠিত না হয়