ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি লাইটার জাহাজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

ঝড়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি লাইটারেজ জাহাজ। চট্টগ্রাম থেকে পণ্য নিয়ে দেশের নানা অঞ্চলে যাওয়ার সময় সন্দ্বীপ এবং হাতিয়ার উপকূলে বেশ কয়েকটি লাইটারেজ জাহাজ চরে উঠে যায় বলে নৌযান শ্রমিকেরা জানিয়েছে।

বিশেষ করে হাতিয়া উপকূলের কাছে মেঘনা মোহনার অদূরে একই সাথে ৭/৮টি লাইটারেজ জাহাজ চরে আটকা পড়ে। তবে জাহাজগুলো কোনটিই ডুবে বা ফেটে যায়নি। জোয়ারের সময় জাহাজগুলো আবার ভেসে উঠলে গন্তব্যে যাত্রা করবে বলে জানানো হয়েছে।

গতরাতে হাতিয়া থেকে একটি লাইটারেজ জাহাজের মাস্টার জানান, বিকেলের তীব্র ঝড়ের সময় জাহাজের নিয়ন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি। ওই সময় প্রচণ্ড বেগে জাহাজগুলো এদিক ওদিক ছিটকে পড়ে। ঝড়ের সময় প্রচুর বৃষ্টি, বজ্রপাত এবং বড় বড় ঢেউ সৃষ্ট হলে সাগর উত্তাল হয়ে উঠে। তিনি বলেন, তবে ভাগ্যক্রমে কোনো জাহাজডুবির ঘটনা ঘটেনি। আমাদের জাহাজ চরে আটকা পড়েছে। রাতের জোয়ারে এটি ভেসে উঠবে। তখন আমরা নারায়ণগঞ্জের পথে যাত্রা করবো।

পূর্ববর্তী নিবন্ধদুই মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ
পরবর্তী নিবন্ধটেকনাফে বাজারে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা