মানুষের সান্নিধ্য

মিতা দাশ | শনিবার , ২১ মে, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

জীবনে চলার পথে কিছু মানুষের কথা না বলে পারা যায় না। কখনো কখনো এমন কিছু মানুষ ছোট থেকে পথ চলতে চলতে এতটাই উৎসাহ ও উদ্দীপনা যোগায় যে তাদের কারণে হয়তো অনেক দূর পর্যন্ত আসা সম্ভব হয়ে থাকে। তাদের উৎসাহ, আশা জাগানোর ফলে ভবিষ্যৎ এর সফলতার দিকে নিয়ে যেতে সাহায্য করে মানুষকে। এরা সবসময় স্মৃতির পাতায়,মনের আসনে স্মরণীয় হয়ে থাকেন। কিন্তু এদের অবদানের কথা মনে হয় সবাই কম মনে রাখি। উপকার যারা করে তাদের আমরা কম সম্মান করি সফলতার দ্বারে পৌঁছে গেলেই তাদের উপকারের কথা ভুলে যাই। এমনকি হাজার কাজের ব্যস্ততায় তাদের এড়িয়ে চলি। তাদের উপকারের কথা ভুলে গিয়ে, নিজের যোগ্যতায় অর্জন করেছে বলে সবাইকে জানায়। যখন প্রয়োজন থাকে তখন অনেক বিরুক্তিও সহ্য করেন হাসি মুখে। আবার কাজ শেষ হলেই আর কোন খবর রাখেন না। তবু ভালো লোকেরা তাদের ভালো কাজগুলো করে যান সবার জন্য সারা জীবন। এর ভেতরে আবার কিছু খারাপ, স্বার্থপর, অহংকারী মানুষের প্রভাবও আমাদের জীবনে আসে। যাদের কথা, বাজে আচরণ বা কোন কাজ আমাদের এতটাই কষ্ট দেয় যে, তাদের চাইলেও আমরা ভুলতে পারি না। তাদের দুঃখ দেয়ার বিষয়টা মনকে বেশি নাড়া দেই। ভোলা যায় না। ভালো মানুষকে যতটুকু না মনে রাখা যায়, তারচেয়ে বেশি মনে থাকে দুঃখ, কষ্ট দেয়ার মানুষটাকে। অর্থাৎ খারাপ লোককে কখনো মন থেকে সরাতে পারি না। কিছু চালাক লোক আমরা দেখি যারা উভয় দিকে তাল মিলিয়ে চলেন। সবাইকে নিজর কাজের সময়ে বন্ধু বানিয়ে সব স্বার্থ হাসিল করে নেন। কাজ শেষ, তো সম্পর্ক ও শেষ। কাজ করতে গেলেই অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়। এদের থেকে অনেক কিছু শেখা যায়। কেউ মুখে মধু, অন্তরে বিষ রেখে চলেন, কেউ ভালোটাই শুধু দেখেন ও বলেন, কেউ খারাপ টা মুখের উপর বলে ফেলেন, কেউ নিজের দোষ না ধরে শুধু অন্যের দোষ দেখে থাকেন। কেউ নিজের স্বার্থ সিদ্ধির জন্য মিশেন কিছুদিন, কাজ শেষ হলেই তাদের খুঁজে পাওয়া যায় না। আবার কেউ শুধু মানুষের উপকারের জন্যই কাজ করে যান সারাজীবন। সব পেশাতেই ভালো খারাপ দুই ই দেখি।তবে খারাপের সংখ্যাটাই যেন বেশি এখন। আসুন সবাই ভালো টা বলতে শিখি। ভালো টাই বলি, খারাপ আচরণ পরিত্যাগ করি। ক্ষণস্থায়ী জীবনে কিছু ই থাকবে না, সব আস্তে আস্তে ধুলিসাৎ হয়ে যাবে কিন্তু কিছু মহৎ কর্ম কখনো মুছে যাবে না। যা খাঁটি তা সব সময় মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পাবেই।

পূর্ববর্তী নিবন্ধঅসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি দেশের সাধারণ মানুষ
পরবর্তী নিবন্ধদূষণ গ্রামকেও গ্রাস করছে!