মানুষেরা এখন

সাথী দাশ | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪৪ পূর্বাহ্ণ

মানুষেরা এখন দিন দিন কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে।

মানুষেরা এখন মিথ্যা বলতে বলতে

সত্য কথাটাই বলতে যেন ভুলেই যাচ্ছে।

মানুষেরা এখন স্বীকৃত মিথ্যাকে সত্য প্রতিপন্নে

আইনী পাথরের দেয়াল দিতে মুখিয়ে আছে।

মানুষেরা এখন ভোট দেওয়া না দেওয়ার

গল্প শুনতে শুনতে আগামীর কথা ভাবছে।

মানুষেরা এখন বিত্তবানদের খেয়ালিপনায়

ফাগুন আলোয় রৌদ্র দেখা, রাত প্রহরে জ্যোৎস্না ভেজায়

শখগুলো সব মনের মধ্যে পুড়িয়ে মারছে।

 

মন খচখচ করে অজানা অচেনা ভয়ে, রাতের আকাশ;

নীলসাদায় ভাসা, কিন্তু মানের চোখে দেখি না কোনো আশ্বাস।

পূর্ববর্তী নিবন্ধপরমায়ু
পরবর্তী নিবন্ধকায়াহীন অধর