কায়াহীন অধর

খুরশীদ আনোয়ার | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪৪ পূর্বাহ্ণ

কোথায় তোর দূর পারাপার

থাক দাঁড়িয়ে ঋজুনির্ভার

এক পায়ে কার কায়েম সারা

জগত অতুল। জন্মান্ধ বুঝবিরে কী তুই

কোন জমিনে বাঁধতে গেলি

হাওয়ার একখান ঘর

আবিষ্কার কর মনমন্দিরে

শুভ্র একক নর কিংবা দূর দূরান্তের চর।

 

তুই এখন দুই

চোখ বুজে দেখ

কে আপন কে পর

কাছ থেকে কার ধরতে গেলি

কায়াহীন অধর।

পূর্ববর্তী নিবন্ধমানুষেরা এখন
পরবর্তী নিবন্ধছোটবেলার ঈদ