অন্ধ হতে পারলেই

খুরশীদ আনোয়ার

| মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৩৭ পূর্বাহ্ণ

স্বপ্নভরা বেলা ভূমি

দিগন্তের সীমা ছুঁয়ে মিশে আছে

তোমার আঙুলে আর কত সাহস,

স্বপ্নকে স্পর্শ করে যাবে?

প্রতিদিন হাত ছোট হয়ে আসে

ঢুকে যেতে চায় শরীরের দিকে

করুণা ভিক্ষের জন্যে অবশিষ্ট

করতলটুকু সহায় থাকে না।

দু’চোখের জন্যে দূর স্বপ্নভূমি

দেখি আর অক্ষমতা ঢাকবার জন্যে

লিখি কাব্য!

শুধু অন্ধ হতে পারলেই বুঝি

শেষ হয়ে যায় কাব্যকান্না

আর স্বপ্ন দেখবার স্বপ্নভূমি।

পূর্ববর্তী নিবন্ধনুনের হৃদয়
পরবর্তী নিবন্ধবিকেল শেষের কবিতা