পরমায়ু

ফাউজুল কবির | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪৩ পূর্বাহ্ণ

কোথাও ধোঁয়ার কুণ্ডলী চুলের বেণীর বিন্যাসে পেঁচিয়ে পেঁচিয়ে

আকাশের দিকে ধাবমান হচ্ছে দেখলে বুঝে নিও কারো ঘর পুড়ছে

ঘর পোড়া মানে কপালে আগুন একখানি বৃহৎ সর্বনাশী গল্প

 

কখনো ঘুমের ভেতরে সাপের উদ্যত ফণার নর্তন উল্লাস

দেখে ঘুম ভেঙে যায় যদি ভয়ে কাউকে বলো না স্বপ্নদের কথা

শুধু মনে রেখো কোথাও লুকিয়ে আছে ছাইচাপা আগুনের কাব্য

 

সমস্ত রাস্তার একটা লক্ষ্য থাকেপথিকেরে শেষ প্রান্তে টেনে নেয়

আগুন অথবা সর্পদেখা স্বপ্ন তোমাকে নিশ্চিত যুদ্ধে ঠেলে দেবে

প্রচণ্ড দহন আকাশের মাথা উত্তেজিত করে বিগড়ে দিলেজাগে

দুর্দান্ত ঝড়ের নাটক। অস্তিত্ব ভেঙে রক্ত ঝরে মাতালের স্রোত

দোহাই স্বপ্ন ও দুঃস্বপ্নের পিতা কবিদের হাতে কিরিচ দিও না রক্ত বহাবার।

পূর্ববর্তী নিবন্ধএকটা জলঘাট যার
পরবর্তী নিবন্ধমানুষেরা এখন