একটা জলঘাট যার

রিজোয়ান মাহমুদ | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৪৩ পূর্বাহ্ণ

জলঘাটে কোথাও নৈঃশব্দ্য যার

একটাও কি বনস্পতি আছে তার

একটা সে নারীঘাট নিয়ে চলে নদী

জলের ঘুঙুর বাঁধে স্রোত নিরবধি।

 

একটা পাথুরে গুহা সেখানে কতটা ভয়, আহা!

মেঘবানুমনে ঘুরে তবু সুনন্দ অসীম সাহা

পথের ছিলিমে ধোয়া সাদা দুধরাত

হাড়ের গভীরে বাজে মরমি করাত।

 

নারীহীন বাড়িময় যেনবা অসুস্থ আসবাব

কি আসে এতটা যদি না থাকে প্রভাব

শব্দের বোরখা পরে পালায় কাঠের নৌকা

ধীর টানে বাড়ে বিষ যেন শরীরে জলৌকা।

পূর্ববর্তী নিবন্ধআবার অরণ্যে যাব
পরবর্তী নিবন্ধপরমায়ু