মানবতার সেবায় কাজ করে যাচ্ছে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট

মতবিনিময়কালে হাসান মাইজভাণ্ডারী

| শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৭:০২ পূর্বাহ্ণ

মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি শাহসুফী সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী বলেছেন, মাইজভাণ্ডার দরবার শরীফ হলো মানবতাবাদ চর্চার অনুপম কেন্দ্র। এই দরবার ধারণ করেছে বাঙালিত্বের সুমহান চেতনা। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস। তিনি বলেন, মাইজভাণ্ডার দরবার শরীফের আওলাদ, সুফি ব্যক্তিত্ব সৈয়দ হাসান মাইজভাণ্ডারীর আগমনে আমরা আজ ধন্য। শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট মানবসেবার জন্য যে কাজ করে যাচ্ছে তা অনুকরণীয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজিরহাট হানাদার মুক্ত দিবস পালন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আবাসিকে গ্যাস সংযোগ চালুর দাবি