নাজিরহাট হানাদার মুক্ত দিবস পালন

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ ডিসেম্বর, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

হাটহাজারীর নাজিরহাট হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। গত বুধবার উপজেলা প্রশাসন এ উপলক্ষে শহীদদের গণকবরে শ্রদ্ধা নিবেদন, খতমে কোরান ও দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করে। গণকবর সংলগ্ন এলাকায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল মুহুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূরুল আবসার, নাজিরহাট কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধচার মামলার আসামি বোমা মানিক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমানবতার সেবায় কাজ করে যাচ্ছে জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট