মাদারবাড়ীতে হযরত আসাহাব উদ্দীন (র:) ফাতেহা

| সোমবার , ৬ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৬ পূর্বাহ্ণ

মাঝিরঘাট রোড পূর্ব মাদারবাড়ী উদয়ন গলিস্থ হজরত আসাহাব উদ্দীন (🙂 বার্ষিক ফাতেহা গত শনিবার খতমে কোরআন, গাউছিয়া শারীফ, মিলাদ মাহফিল, সালাতুস সালাম ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।

মোনাজাত পরিচালনা করেন উদয়ন গলি জামে মসজিদের ইমাম হাফেজ শিহাব উদ্দীন আল কাদেরী। এ সময় উপস্থিত ছিলেন মাঝির ঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশীদ, তাজেদারে মাদিনা মডেল সুন্িনয়া মাদ্রাসা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন রনি, মাদারবাড়ী উদয়ন সংঘের সদস্য মো. সোহেল, মাদারবাড়ী মুক্ত কন্ঠ ক্লাবের সহ ক্রীড়া সম্পাদক মো. হোসেন, কার্যকরী সদস্য মো. জহির হোসেন, আল আমিন, গাউছিয়া কমিটির সদস্য মো. জাবেদ হোসেন, মো. শুক্কুর, নূরুল ইসলাম, মো. ইসমাইল, মো. কবির ও আবদুর রাজ্জাক। শেষে তবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে দীপক দেওয়ানজী
পরবর্তী নিবন্ধপুকুর পাড়ে গাছে ঝুলছিল ব্যক্তির লাশ