মাদক, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে

সদরঘাট থানার সমাবেশে অতিরিক্ত পুলিশ কমিশনার

| সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনা তৈরিতে সদরঘাট থানার ১৮নং বিট পুলিশিং পশ্চিম মাদারবাড়ীর উদ্যোগে এক সমাবেশ গতকাল রোববার অনুষ্ঠিত হয়। সদরঘাট থানার ওসি মো. খাইরুল ইসলামের সভাপতিত্বে ও পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড সদরঘাট থানার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মো. সুফিউর রহমান টিপুর সঞ্চাচলনায় এতে প্রধান অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন- সদরঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের। বক্তব্য রাখেন নূরুল আবছার, হাজী দানু মিয়া, এসআই আব্দুল ওয়াদুদ চৌধুরী, মো. সোহেল রানা, আব্দুল হালিম। প্রধান অতিথি বলেন, দেশপ্রেম, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সবার পাশে থাকার অঙ্গীকার করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবী-অলীর শরণাপন্ন হলে আল্লাহ্‌র পথের দিশা মিলবে
পরবর্তী নিবন্ধপ্রযুক্তির যথাযথ ব্যবহারে শস্য উৎপাদন বাড়ানো সম্ভব