নবী-অলীর শরণাপন্ন হলে আল্লাহ্‌র পথের দিশা মিলবে

আনজুমান ট্রাস্টের কারবালা মাহফিলে বক্তারা

| সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় পবিত্র আশুরা ও আহ্‌লে বাইতে রসূল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবস আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিনের সভাপতিতে গতকাল রবিবার ষোলশহরস্থ আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়য়্যবিয়া যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন- পবিত্র শোহাদায়ে কারবালার স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ইমাম হোসাইনের দেখানো পথে আমরা যদি অভিযাত্রী হই, তাহলেই আমাদের হারানো গৌরব ফিরে পাব। আল্লাহ্‌ ও রসূলের রেজামন্দি হাসিল হবে। নবী-অলীর শরণাপন্ন হলে আল্লাহ্‌র পথের দিশা মিলবে’। এতে স্বাগত বক্তব্য রাখেন- আনজুমান ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন-জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্‌রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি কাজী মুহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস মুফতি মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী ও ঢাকা শাহজাহানপুরস্থ গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মোস্তাফা রাহিম আল-আযহারী। উপস্থিত ছিলেন- মোহাম্মদ সামশুদ্দিন, মোহাম্মদ সিরাজুল হক, এস.এম.গিয়াস উদ্দিন শাকের, মোহাম্মদ এনামুল হক বাচ্চু, মোহাম্মদ মাহবুবুল আলম, অধ্যাপক কাজী শামসুর রহমান, মুহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ আবদুল হামিদ, মুহাম্মদ কমরউদ্দিন সবুর, মোহাম্মদ হোসেন খোকন, মনোয়ার হোসেন মুন্না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির কোয়ালিটি অ্যাসিওরেন্স কমিটির সভা
পরবর্তী নিবন্ধমাদক, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে