প্রযুক্তির যথাযথ ব্যবহারে শস্য উৎপাদন বাড়ানো সম্ভব

কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনকালে ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি | সোমবার , ৮ আগস্ট, ২০২২ at ৮:০৮ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এসময় তিনি বলেন, রাউজানের কৃষকরা যাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জমিতে ফসল ফলাতে পারে সেদিতে লক্ষ্য রেখে সব সুযোগ সুবিধা নিশ্চিত করে দেয়া হয়েছে। এসব সুযোগ সুবিধা কাজে লাগিয়ে খাদ্য শস্য উৎপাদানে রাউজান থেকে রেকর্ড সৃষ্টি করতে হবে। কারণ প্রযুক্তির যথাযথ ব্যবহারে শস্য উৎপাদন বাড়ানো সম্ভব। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ওসি আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, কাউন্সিলর কাজী ইকবাল, এডভোকেট দিলীপ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, শওকত হাসান, চেয়ারম্যান শফিকুল ইসলাম, ভুপেষ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমদ, সাহাবুদ্দিন আরিফ, এম সরোয়াদ্দি সিকদার, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী, রোকন উদ্দিন, বাবুল মিয়া, রবিন্দ্র লাল চৌধুরী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরী, মুছা আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সঞ্জীব কুমার সুশীল, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী, সহকারি কৃষি কর্মকর্তা টিকু বড়ুয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাদক, সন্ত্রাস ও ইভ টিজিংয়ের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে হবে
পরবর্তী নিবন্ধটেকনাফে রোহিঙ্গাদের দুই গ্রুপে গোলাগুলি, নিহত ১