মহেশখালীতে অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে অগ্নিকাণ্ডে দুইটি বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহী পাড়ায় আবু সিদ্দিকের পুত্র হাফেজ মহিউদ্দিনের বাড়িতে গতকাল শুক্রবার কুপি বাতি থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে অগ্নিকাণ্ডের এ দুর্ঘটনা ঘটে। এতে হাফেজ মহিউদ্দিন ও তার ভাই লিয়াকত আলীর নগদ এক লক্ষ টাকাসহ দুইটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাফেজ মহিউদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাতটায় তার স্ত্রী বাড়ির বাইরে নলকূপে রান্নার তরকারি পরিষ্কার করতে গেলে তার ছোট শিশু রান্না ঘরে থাকা কেরোসিনের কুপি বাতিটি গ্যাস সিলিন্ডারের কাছাকাছি রেখে বাইরে চলে যায়। এ সময় গ্যাস সিলিন্ডারের পাইপের ছিদ্র দিয়ে নিসৃত গ্যাসে আগুন লেগে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে তার নিজের বাড়ি ও বিদেশ প্রবাসী ভাই লিয়াকত আলীর বাড়ি পড়ে যায়। এ ঘটনায় নগদ এক লক্ষ টাকা পুড়ে যাওয়াসহ আনুমানিক ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধউত্তর মাদার্শায় ৮ সড়কের উদ্বোধন
পরবর্তী নিবন্ধসোলায়মান হোসেন