উত্তর মাদার্শায় ৮ সড়কের উদ্বোধন

| শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলাধীন উত্তর মাদার্শা ইউনিয়নস্থ রহমতঘোনা এলাকায় ৮টি গ্রামীণ সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে বিকেলে এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলহাজ্ব দানা মিয়ার সভাপতিত্বে রহমতঘোনা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নুরখান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সাঈদ সিরাজুল ইসলাম, জাকির হোসেন, শফিকুল আলম হেলাল, খোরশেদ আজিজ, শাহেদুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রফিক, তারেক আজিজ, মিজান, জিকু, নেওয়াজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নুরখান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কোন ষড়যন্ত্র দেশের এ অগ্রযাত্রা রুখতে পারবে না। তিনি দেশের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, এ ধারা অব্যাহত থাকলে নিশ্চয় বাংলাদেশ এক সময় উন্নত দেশে পরিণত হবে। আলোচনা সভা শেষে হাজী আবুল হাসেম সড়ক, ছকিনা পিতার বাড়ি সড়ক, ওয়াহেদ আলী টেন্ডলের বাড়ি সড়ক, নাছির মোহাম্মদের নতুন বাড়ি সড়ক, নুরুজ্জামান মিস্ত্রীর বাড়ী সড়ক, মুল্লুক শাহের বাড়ি সড়ক, মুল্লুক শাহের নতুন বাড়ি সড়ক ও রহমতঘোনা হাজী আবুল হাশেম কবরস্থান সড়কসমূহের উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধষড়যন্ত্র-হত্যার কদর্য রাজনীতি ও ইনডেমনিটি অধ্যাদেশ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি ভস্মীভূত, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি