ভালো যাচ্ছে না ‘৮৩’

| বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘৮৩’ মুক্তি পেয়েছে শুক্রবার। সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেলেও তা বঙ অফিসে প্রত্যাশা পূরণ করতে পারছে না। সেজন্য সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা রণবীর সিং নাকি বকেয়া পারিশ্রমিক নিতে চাইছেন না। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বঙ অফিস রিপোর্ট অনুযায়ী, গত চারদিনে ‘৮৩’ ব্যবসা করেছে মাত্র ৫৪ কোটি রুপি। সিনেমার বাণিজ্যিক বিশ্লেষকদের ধারণা এটা আশানুরূপ আয় নয়। খবর বাংলানিউজের।
এই অবস্থার জন্য সিনেমাটির গল্প বলার ধরনের দিকে অনেকে আঙুল তুলছেন। গল্প বলার কায়দা কিছুটা তথ্যচিত্রধর্মী হওয়ার কারণে হয়তো শহরের বাইরে সিনেমাটি খুব একটা চলছে না বলেই মত তাদের।
এদিকে একই সঙ্গে হলিউডের ‘স্পাইডারম্যান’ ও দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র দুর্দান্ত ব্যবসায় ‘৮৩’ সিনেমাটি মন্দা যাওয়ায় অন্যতম কারণ মনে করছেন কেউ কেউ। ‘স্পাইডারম্যান’ ও ‘পুষ্পা’ বঙ অফিস থেকে ২০০ কোটি রুপি আয় করেছে।
১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এই বিষয়টিকে উপজীব্য করে কবীর খান নির্মাণ করেছেন ‘৮৩’। সিনেমাটিতে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। কপিল দেবের স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এই নায়িকা সিনেমাটির সহ-প্রযোজকও।

পূর্ববর্তী নিবন্ধমা হচ্ছেন তিশা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের ম্যানেজার-কোচ মনোনীত