ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ইউক্রেন যুদ্ধ

| বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৮:০২ পূর্বাহ্ণ

রুপির দর সোমবার নেমে এসেছিল অনেকটা, প্রতি ডলার বিনিময় হচ্ছিল ৭৬ দশমিক ৯৩ রুপিতে। এক পর্যায়ে তা ৭৭ দশমিক ০২ রুপিতে নেমে যায় বলে পিটিআইয়ের খবরে জানানো হয়। এনডিটি লিখেছে, এর আগে আর কখনও ডলারের বিপরীতে এতটা সস্তা হয়নি ভারতীয় রুপি। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ ব্যাংক অব ইনডিয়া দেড়শ কোটি ডলার বাজারে ছাড়ে, যাতে রুপির দর আরও পড়ে না যায়। তাতে পরিস্থিতির সামান্য উন্নতি হয়। গত মঙ্গলবার প্রতি ডলার বিনিময় হচ্ছিল ৭৬ দশমিক ৭৩ রুপিতে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধ২০ লাখ লোক ইউক্রেন ছেড়েছে: জাতিসংঘ
পরবর্তী নিবন্ধতেলে নিষেধাজ্ঞা দিলে গ্যাস বন্ধের হুমকি রাশিয়ার