ব্রেক কাজ করছে না, তারপরও বড় দুর্ঘটনা যেভাবে এড়ালেন চালক

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:৫০ পূর্বাহ্ণ

ঢাকা থেকে তৈরি পোশাক কারখানার মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরের দিকে যাচ্ছিল কাভার্ড ভ্যানটি। চলন্ত অবস্থায় দুই কিলোমিটার আগেই চালক বুঝতে পেরেছিলেন, তার গাড়ির ব্রেক কাজ করছে না। যেকোনও সময় মারাত্মক কিছু ঘটে যেতে পারে। নিজে এবং গাড়ির হেলপারের মৃত্যু তো অবধারিত, সাথে

 

হাইওয়ে সড়কে চলতে থাকা অন্যান্য গাড়িও দুর্ঘটনায় পড়তে পারে। চালক বিভিন্নভাবে গাড়িটি থামানোর চেষ্টা করছিলেন। কয়েকবার সড়ক বিভাজকে ধাক্কা দিয়েও গাড়িটি থামানো যাচ্ছিল না। চালকের নির্দেশে কাভার্ড ভ্যানে থাকা হেলপার হাত নেড়ে আশপাশের গাড়ি চালককে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার ইঙ্গিত

করছিলেন। অবশেষে গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে ব্রেক ফেল হয়ে কাভার্ড ভ্যানটি উল্টিয়ে দেন চালক। তার বুদ্ধিমত্তায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে তিনি সামান্য আহত হন। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আশিকুর রহমান

বলেন, ব্রেক ফেল হওয়ার পর বড় কোনো দুর্ঘটনা থেকে বাঁচতে চালকের সড়ক বিভাজকের ওপর তুলে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। চালক সামান্য ব্যথা পেয়েছেন। কিন্তু বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

কাভার্ড ভ্যানটির চালক মোহাম্মদ নয়ন জানান, প্রায় দুই কিলোমিটার আগে ভাটিয়ারী ঢোকার আগে তিনি ব্রেকে চাপ দিতে গিয়ে দেখেন কাজ করছে না ব্রেক। হেলপার রাব্বীকে বলেন, হাত নেড়ে অন্য গাড়িকে সংকেত দিতে। মনের ভাবনায় ছিল সামনে কোথাও ইউটার্ন বা খালি জায়গা পেলে গাড়িটি ফেলে দেবেন।

এ চিন্তা থেকে কয়েকবার চলতে চলতে সড়ক বিভাজকে ধাক্কা দিয়েছেন, কিন্তু গাড়ি উল্টে যায়নি। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পাশে ইউটার্নের সড়ক বিভাজকে তুলে দেন গাড়ি। এ ছাড়া তাদের কোনো উপায় ছিল না। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনা ঘটত।

পূর্ববর্তী নিবন্ধহ্যাচারিতে ফুটছে জলপাই রঙা সামুদ্রিক কাছিমের ডিম
পরবর্তী নিবন্ধতালাক দেওয়ায় ক্ষুব্ধ স্বামীর কাণ্ড