তালাক দেওয়ায় ক্ষুব্ধ স্বামীর কাণ্ড

আজাদী প্রতিবেদন

| শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

তালাক দেওয়ায় ক্ষুব্ধ স্বামী তার স্ত্রীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী) ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতিতে ওই ছাত্রী এখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযোগ পেয়ে মো. আরাফাত হোসেন (২৩) নামে ওই সাবেক স্বামীকে বুধবার সকালে নগরের খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭ এর একটি টিম। এসময় তার মোবাইল ফোন থেকে ভুক্তভোগীর ১০টি ব্যক্তিগত ছবি জব্দ করা হয়।

র‌্যাব, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) নূরুল আবছার আজাদীকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় করার জন্যই এই কাজ করেছে বলে জানায়। তিনি বলেন, ২০২০ সালে আরাফাতের (২৩) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ওই ছাত্রীর।

মিথ্যা পরিচয় দিয়ে তার (ছাত্রী) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে সময় আসামি মিথ্যা পরিচয় দিয়েছিলেন। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বরে কাজী অফিসে গিয়ে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর নগরীর চকবাজার খালপাড় আবাসিক এলাকার ভাড়া বাসায় সংসার শুরু করেন। কিছুদিন পর ওই ছাত্রী জানতে পারেন

আরাফাত বেকার ও মাদকাসক্ত। আরাফাত বিভিন্ন সময় ওই ছাত্রীকে তার বাবার বাড়ি থেকে টাকাপয়সা নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করতেন। টাকা না দিলে তার ওপর চলতো শারীরিক নির্যাতন। বিভিন্ন সময় ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও চিত্র কৌশলে মোবাইলে ধারণ করে রাখেন আরাফাত।

একসময় মায়ের অসুখের কথা বলে তার পরিবারের কাছে ফিরে যায় এবং বিয়ের কথা জানায়। সবকিছু খুলে বলার পর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ওই ছাত্রী স্বামী আরাফাতকে তালাক দেন।

তালাক দেওয়ার পর সাবেক স্ত্রীর (ছাত্রী) ছবি ব্যবহার করে তার (ভিকটিম) নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট চালু করেন আরাফাত। এরপর ওই ফেসবুক অ্যাকাউন্ট থেকে সাবেক স্ত্রীর বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এ অবস্থায় শারীরিক ও

মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই ছাত্রী। পরবর্তীতে তিনি র‌্যাব৭ এর কাছে অভিযোগ করেন। এরপর গত ২২ মার্চ নিজের প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের

স্পর্শকাতর ছবি এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে আরাফাত হোসাইন রাউফিকে লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্রেক কাজ করছে না, তারপরও বড় দুর্ঘটনা যেভাবে এড়ালেন চালক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে পিকআপ চাপায় দুই বাইক আরোহী মৃত্যু