বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ৮:৪১ অপরাহ্ণ

বাঁশখালীতে আইনশৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান সিআইপি।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহানা কাজেমী, বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান সালাহ উদ্দিন কামাল, চেয়ারম্যান জসিম উদ্দিন হায়দার প্রমুখ। এসময় চেয়ারম্যান আসহাব উদ্দীন, চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান এ্যাডভোকেট অনম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান মোরশেদুল আলম ফারুকী,চেয়ারম্যান চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি, বীর মুক্তিযোদ্ধা আহমদ সফা, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, কৃষি কর্মকর্তা আবু ছালেকসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পাহাড় কাটা মাটি কাটা বালু উত্তোলন, বৃক্ষ নিধনসহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বাঁশখালীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহিটস্ট্রোকে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সাবেক চেয়ারম্যানের আত্মহত্যা